Loading the player...


INFO:
বিশ্বনাথ নতুন বাজার যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে তাফসীর মাহফিল সম্পন্ন। ১৪ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত বিশ্বনাথ নতুন বাজার যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে হাজী মরহুর আব্দুল খালিক কমিউনিটি সেন্টার এর গাড়ি পার্কিং মাঠে ৫ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে তাফসীর পেশ করেনঃ- শায়খুল হাদিস আল্লামা আব্দুস কুদ্দুস ফারুকী- ঢাকা, শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান- বানিয়াচঙ্গী, মুফতি মনজুর রশীদ আমিনী- সিলেট, মুফতি মিজানুর রহমান- ক্বাসিমী চট্রগ্রাম, হাফিজ মাওলানা আবদুল্লাহ আল জামিল- মোমেনশাহী। সীরাতুন্নবী সা., শানে সাহাবা, ফাযায়েলে রমজান, ইসলামী শিক্ষার গুরুত্ব এবং মা-বাবা ও সন্তান পরস্পরের দায়িত্ব ও কর্তব্য শিরোনামে সব অতিথিই বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন। সহস্রাধিক তৌহিদী জনতার উপস্থিতিতে পেন্ডেলজুড়ে দৃষ্টিনন্দন জান্নাতি আবহ তৈরি হয়। উক্ত মাহফিল সফল ও স্বার্থক করতে দিনরাত মেহনত করেছেন জামিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক, তরুণ ইসলামী আলোচক কবি Abdullah Al Jamil হাফি. সহ বিশ্বনাথ নতুন বাজারের তারুণ্যদীপ্ত যুবসমাজ ও ব্যবসায়ীবৃন্দ। সভাপতি হিসেবে আসন অলংকৃত করেন- মাওলানা কামরুল ইসলাম মিরেরচরী, মাওলানা নুরুল হক, মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী। ইসলামী সঙ্গীত পরিবেশনায় ছিলেন